বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মনিয়ন্ত্রণ নিয়ে ১২ই এপ্রিল ২০২২ তারিখের বিবিসি বাংলা প্রবাহ অনুষ্ঠানে কথা বলেছেন কোস্ট ফাউন্ডেশনের তাহরিম আফরোজ টুম্পা

0
1126

তাহরিমা আফরোজ টুম্পা বলেন, “মেইনলি যেটা হয়েছে, ওনারা এটা (জন্মনিয়ন্ত্রণ) নিয়ে কথা বলতে আগ্রহী না। যদিও আন্তরিকতার খাতিরে কথা বলেন আমাদের সাথে সেক্ষেত্রে দেখা যায় যে ওনারা বলেন এটা আসলে পাপ হবে। তারা যদি কোন ধরনের জন্মবিরতিকরণ পিল নেন বা কোন ধরনের ওষুধ সেবন করেন, ওনাদের হাজব্যান্ডরা এটা পছন্দ করেন না, তারা নিজেরা করুক বা তাদের ওয়াইফরা করুক। ‘আল্লাহ যখন বাচ্চা দিবেন তাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহই করবেন’ এরকম একটা চিন্তাধারা আছে তাদের মধ্যে।”

Social Sharing

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here