টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একসঙ্গে কাজ করবে কোস্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ ফাইন্যান্স

0

গ্রামীণ উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখতে কোস্ট ফাউন্ডেশন ও আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইনান্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৮ অক্টোবর ২০২১ বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের আয়োজনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল আহমেদ -এফসিএ, ও পরিচালক-মৌলিক কর্মসূচি তারিক সাঈদ হারুনসহ বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। চুক্তি অনুযায়ী কোস্ট ফাউন্ডেশনকে মাইক্রোফাইন্যান্স ক্ষুদ্রঋণের আওতায় ১০০ কোটি টাকার অর্থায়ন করা হবে। এ টাকার লিড অ্যারেঞ্জার এবং ফান্ড রেইজার হিসেবে কাজ করবে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। [নিউজ ক্লিপ]