Ukhiya, Cox’s Bazar, 9th August 2023: In a heart-wrenching incident, a devastating landslide on August 7th claimed the lives of two individuals, including a young child, from a Rohingya family residing in Camp 9, Balukhali. The victims have been identified as Zannat Ara Begum (25 years) and her daughter Mahi Akter (1 year 6 months). The family’s head, Md Anower, shared that they had fled from Myanmar in 2017 and established their home at the camp following the refugee influx. Unfortunately, the heavy rainfall on the tragic day triggered the landslide, which led to the sudden loss of Md Anower’s wife and daughter, who were inside their residence at the time.
COAST Foundation, known for its steadfast dedication to aiding coastal communities during times of crisis, is also committed to providing humanitarian support to those affected by the Rohingya influx. In continuation of these efforts, COAST Foundation swiftly extended assistance to the bereaved family by offering cash aid totaling BDT 10,000 from its internal resources. During this act of compassion were Mr. Haricharan Chowdhury, Assistant Camp in Charge of Camp-9 was present alongv with Mr. Zahangir Alom, Assistant Director of COAST Foundation; and staff members from COAST Foundation, CiC office, and some Majhis. Mr. Chowdhury expressed gratitude for COAST Foundation’s unwavering commitment to helping disaster-affected individuals and extended his heartfelt thanks on behalf of the camp.
রোহিঙ্গা ক্যাম্প ৯ এ পাহাড় ধসে নিহতের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদান
উখিয়া,কক্সবাজার, ৯ আগস্ট ২০২৩: সম্প্রতি রোহিঙ্গা শিবিরে ভূমিধ্বসে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। গত ৭ আগষ্ট ২০২৩ তারিখে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প ৯ এ পাহাড় ধসে ১ জন শিশুসহ একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। রোহিঙ্গা নাগরিক মোঃ আনোয়ার এর স্ত্রী জান্নাত আরা (২৫ বছর) এবং তার কন্যা শিশু মাহি আক্তার (১ বছর ৬ মাস) নিহত হন। নিহতদের পরিবারের প্রধান মোঃ আনোয়ার কোস্ট ফাউন্ডেশনকে জানান যে, তার পরিবার ২০১৭ সালে মায়নমার হতে বাংলাদেশে আসে এবং ক্যাম্প ৯ এ বসবাস করছিল, তাদের ঘর ছিল পাহাড়ের পাদদেশে। ৭ আগষ্ট হঠাৎ পাহাড় ধসে তার স্ত্রী এবং কন্যা শিশু মাটির নিচে চাপা পড়ে মারা যায়।
কোস্ট ফাউন্ডেশন উপক‚লীয় অঞ্চলের যেকোন দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকায় প্রতিশ্রæতিবদ্ধ এবং শুরু থেকে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় মো. আনোয়ার হোসেনের পরিবারের পামে দাঁড়ায়। াাজ ৯ আগস্ট ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব তহবিল হতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
উক্ত সহায়তা প্রদানে সময় উপস্থিত ছিলেন এ সময় ক্যাম্প ৯ এর সহকারি ক্যাম্প ইন চার্জ হরিচরণ চৌধুরী, কোস্ট ফাউন্ডেশন এর সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, কোস্ট ফাউন্ডেশন এর কয়েকজন কর্মী এবং সংশ্লিষ্ট ক্যাম্প এর কয়েকজন মাঝি। সহকারি ক্যাম্প ইন চার্জ হরিচরণ চৌধুরী বলেন, কোস্ট সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে। এই জন্য তিনি কোস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।