চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারে অর্থ সহায়তা দিল কোস্ট ফাউন্ডেশন

0
চকরিয়া, ১২ মার্চ ২০২৫: চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাসেম আলী মিয়াজী  সিকদারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। আজ (১২ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২২ টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। এছাড়াও সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক সমন্বয়কারী রুবেল হাসান ও এলাকা ব্যবস্থাপক (চকরিয়া এলাকা) আব্দুর রহমানও উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিস (এস.আই.), নুরুল আলম (কনস্টেবল), রুহুল আমিন (ফায়ার সার্ভিস প্রতিনিধি), খাইরুল বশর (আহ্বায়ক, মাতামুহুরী উপজেলা কৃষকদল), আবু বক্কর ছিদ্দিক (সাধারণ সম্পাদক, যুবদল), রেজাউল করিম (ইউনিয়ন যুবদল নেতা) এবং মৌ. মোঃ আজিজুল হক (ভারপ্রাপ্ত সুপার, জয়নাল আবেদীন মুহিচ্ছুন্না মাদ্রাসা)।
বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুঃসময় কাটিয়ে উঠতে সকলের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
গত ১০ ফেব্রুয়ারি দুপুরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাসিম সিকদারপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আবু জাফর জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং ২২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্দশায় পড়ে। তাদের সহায়তার জন্য বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Photos