ভোলায় প্লাবিত হচ্ছে নতুন এলাকা: বাড়ছে পানিবাহিত রোগ। রোজাদারের মানবেতর জীবন
ভোলা, ২৯ জুলাই, ২০১৩: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত এবং মেঘনা ও তেতুলিয়া নদীর বাড়তি পানি প্রবাহের ফলে এই বন্যা দেখা দিয়েছে। বেশ কয়েকটি স্থানে বেড়ি বাঁধ ভেঙ্গে বন্যার পানি ঢুকে পড়েছে লোকালয়ে। অনেক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে।
কোস্ট ট্রাস্টের কর্মীরা ভোলা জেলার চরফ্যাশন, বোরহানউদ্দিন, তজুমুদ্দীন ইত্যাদি উপজেলা ঘুরে এসে বন্যা পরিস্থিতির উপর একটি প্রতিবেদন তৈরি করেছেন।
Click here full report

![CSOs urge at Belem [CoP-30] climate conference: Struggle will be continuing until trillion-dollar needs are met](https://coastbd.net/wp-content/uploads/2025/11/Media-Photo_1-218x150.jpg)
