শুধু প্রাথমিক শিক্ষা নয়, ঢালচরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রসারেও অবদান রয়েছে আজাহার উদ্দিনের। তিনি দেখলেন, অভিভাবকেরা ছেলেমেয়েদের পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর পর মাধ্যমিকে পাঠানোর চিন্তা করে না। কেউ কেউ ওপারে গিয়ে কোনমতে অষ্টম শ্রেণী পর্যন্ত যেতে পারলেও তারপরে আর পড়াশোনা হয় না। আজাহার উদ্দিনের ভাষায়, ‘এইট পাশ করে ছেলেরা একটা বউ নিয়ে ঘরে আসে।’ এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সহায়তায় ঢালচরে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার গোড়াপত্তন করেন। [Click here for details report]