উন্নয়ন ও মানবিক কাজে যোগাযোগের ভাষা হোক বাংলা_Bangla should be the Primary Language of Communication for Development and Humanitarian Work

0

ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০২৪: আজ অমর একুশে ফেব্রুয়ারি। ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কোস্ট ফাউন্ডেশন আজ তার কর্মএলাকা ১০টি জেলায় দিবসটি পালন করেছে। এই দিবসের স্লোগান ছিল “উন্নয়ন ও মানবিক কাজে যোগাযোগের প্রধান ভাষা হোক বাংলা”। বিশ্বব্যাপী উন্নয়ন ও মানবিক কাজে স্থানীয়করণ ক্যাম্পেইনের প্রধান দাবীসমূহের একটি হচ্ছে স্থানীয় ভাষায় যোগাযোগ।

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব রেজাউল করিম চৌধুরী আজ কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় কর্মীদের সাথে। ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে কোস্টের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ও কক্সবাজারের পাশাপাশি কোস্ট ফাউন্ডেশন স্থানীয়ভাবে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ, ভোলা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, বরিশাল, পটুয়াখালী জেলায়। ভোলায় রেডিও মেঘনা এবং কক্সবাজারে রেডিও সৈকতও আলাদাভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

নিজ নিজ জেলা ও অঞ্চলে শহীদ মিনারে ফুল দেবার সময় কর্মীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। আজ একুশে ফেব্রুয়ারি ভোরবেলা তারা নিজ নিজ অঞ্চলের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন।

কক্সবাজারে পুস্পস্তবক অর্পনের সময় কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে স্থানীয়করণ ক্যাম্পেইনের একটি যোগসূত্র রয়েছে। সেটি হচ্ছে ভাষা। স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও জরুরি মানবিক কাজে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে স্থানীয় ভাষায় যোগাযোগ করা। তাহলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। তিনি আরো বলেন, আমরা চাই, পৃথিবীর সকল শিশু তার মাতৃভাষায় প্রথম পাঠ অর্জন করুক। এটি তাদের অধিকার।

Bangla should be the Primary Language of Communication for Development and Humanitarian Work

Dhaka, 21 February 2024: Today is the great 21st of February, the Language Martyrs Day and the International Mother Language Day. COAST Foundation observed the day in 10 districts of its area of operation with a call, “Let Bangla be the primary language of communication for development and humanitarian work”. Communication in local languages is one of the main demands of the localisation campaign in development and humanitarian work across the world.

Mr. Rezaul Karim Chowdhury, Executive Director of COAST Foundation, and local employees laid a wreath of flowers at Cox’s Bazar Central Shaheed Minar. The central office of the foundation placed a wreath at the Dhaka Central Shaheed Minar in the presence of the directors.

In addition to Dhaka and Cox’s Bazar, COAST Foundation also offered flower bouquets at Shaheed Minars locally in Ukhia and Teknaf, Bhola, Chittagong, Noakhali, Feni, Lakshipur, Barisal, Patuakhali districts of Cox’s Bazar. Radio Meghna in Bhola and Radio Saikat in Cox’s Bazar also joined with COAST Foundation to observe the day and they offered separate flower bouquets to the mounds of the martyrs.

Workers performed patriotic songs while offering flowers at Shaheed Minars in their respective districts and regions. Today, February 1st, in the early morning hours, they showed respect and honour to the language martyrs by placing wreaths at the Shaheed Minars of their respective regions.

While laying wreaths in Cox’s Bazar, the Executive Director of Coast Foundation, Rezaul Karim Chowdhury, said that the localisation campaign has a link with International Mother Language Day, which is the language. Communicating in the local language is the most important thing in development and emergency humanitarian work at the local level for better results. He also said that we want all the world’s children to get their first lesson in their mother tongue. It is their human right.

[Bangla Press Release] [English Press Release]

Photos