কোস্ট সাইক্লোন ফণির আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেছে। আজ দুপুরে মাননীয় জেলা প্রশাসকের দীঘলদি গ্রাম, ভোলা সদর পরিদর্শন করার সময় তার নির্দেশক্রমে উক্ত গ্রামে ১০০ ক্ষত্রিগ্রস্থ পরিবারকে ১০০ প্যাকেট রান্না খাবার সরবরাহ করে। এ গ্রামে একজন বৃদ্ধ গাছ পড়ার কারণে মৃত্যুবরণ করেন। কোস্ট তার পরিবারকে ৫০০০.০০ টাকা অনুদান প্রদান করে তার কবর ও অন্যন্য আনুসাঙ্গিক খরচ মেটানোর জন্য।
জরুরি ত্রাণ কার্যক্রমের জন সংস্থার পরবর্তী পদক্ষেপ সমূহ:
১. সংস্থা সার্বক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক মহোদয়গণ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে ত্রাণ কার্যক্রম চালাবে যাতে ত্রাণ কার্যক্রমের কোন ডুপ্লিকেশন না হয়। তাছাড়া কোস্ট ট্রাস্ট ৫০ জন দক্ষ কর্মীকে ক্ষয়ক্ষতি নিরুপণ করা ও ত্রানকার্যক্রম পরিচালনার জন্য।
২. সংস্থা এও সিদ্ধান্ত নিয়েছে যে সব পরিবারে লোক মারা গেছে সেখানে প্রত্যেক পরিবারকে ৫০০০.০০ করে টাকা অনুদান দেবে।
৩. সার্বক্ষণিক মনিটরিং এর জন্য প্রধান কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে যেখানে সহকারী পরিচালক-প্রশাসন (মোবাইল-০১৭১১৪৫৫৫৯১) এবং পরিচালক (মোবাইল-০১৭১১৮৮১৬৬২) দায়িত্বপ্রাপ্ত থাকবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে