ভাঙতে ভাঙতে এখন দ্বীপের আয়তন ৩০ থেকে ৩৫ বর্গকিলোমিটার বলে মনে করেন কুতুবদিয়ার বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের প্রধান রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, বর্তমানে উপজেলার লোকসংখ্যা ১ লাখ ৫৩ হাজার। গত তিন দশকে ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে দ্বীপ ছেড়েছে। জমি কমছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জীবিকার বিকল্প ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক মোকাবিলায় উদ্যোগ না নিলে সংকট আরও বাড়বে।
Home Article in Media by COAST “ছোট হচ্ছে কুতুবদিয়া, মানুষ ছুটছে শহরে” Rezaul Karim Chowdhury of COAST Foundation...