Homeeventধর্ম,বর্ণ,গোত্র নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারলেই কেবল মানবাধিকার নিশ্চিত...

ধর্ম,বর্ণ,গোত্র নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারলেই কেবল মানবাধিকার নিশ্চিত করা সম্ভব

কোস্ট ট্রাস্ট এবং সিসিএনএফ এর উদ্যেগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়েছে উখিয়া সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে।

আন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কোস্ট ট্রাস্ট এবং সিসিএনএফ এর উদ্যেগে আলোচনা সভা এবং ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়েছে উখিয়া সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিকাল ৩টায়। সভায় সভাপতিত্ব করেছেন উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উখিয়া মো: ফখরুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিসিএনএফ এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম। তিনি সভার লক্ষ্যে এবং উদ্দেশ্যে নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার বক্তব্যে। উখিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ ভূইয়া বলেন, উখিয়া এবং টেকনাফের স্থানীয় জনগনের মানবাধিকার প্রতিনিয়ত লংঘিত হচ্ছে। স্থানীয় জনগনের মানবাধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের এবং এনজিওদের। তিনি মানবাধিকার রক্ষা করার জন্য সরকার এবং এনজিওদেওর আরো বেশী সক্রিয় হওয়ার জন্য অনুরোধ জানান। উখিয়া সুজনের সভাপতি নুর মোহাম্মদ সিকদার বলেন, গত ১৪ মাসে উখিয়া এবং টেকনাফের মানুষ সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে এবং স্থানীয় মানুষরাই রোহিঙ্গাদেরকে প্রথম আশ্রয় দিয়েছে এবং খাদ্য বস্ত্র দিয়ে সহযোগিতা দিয়েছে। দিন যত যাচ্ছে স্থানীয় জনগনের মৌলিক অধিকার গুলো লংঘিত হচ্ছে ততবেশী। অন্যদের আশ্রয় দিতে গিয়ে নিজেদের অধিকার লংঘতি হলে মানবাধিকার কখনও প্রতিষ্ঠা হবেনা বলে তিনি জানান। উখিয়া প্রেস ক্লাবের সভাপতি শাহীন চৌধুরী বলেন, উখিয়া এবং টেকনাফে যে সকল এনজিওরা কাজ করছে সকল এনজিওদের উচিৎ হবে মানবাধিকার এর বিষয় নিয়ে স্থানীয় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির সাথে বেশী বেশী আলোচনা করা এবং তাদের ক্ষোভ গুলো প্রশমন করার চেষ্টা করা। স্থানীয় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির ক্ষোভ গুলো প্রশমন করতে না পারলে মানবাধিকার লংঘিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার-ভূমি উখিয়া বলেন, পরস্পরের মধ্যে সহানুভূতি এবং সম্প্রীতি তৈরী করতে পারলে কেবল মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে অন্যথায় সম্ভব নয়। উপস্থিত ছাত্র/ছাত্রীদেরকে তিনি মানবাধিকারের গুরুত্বপূর্ণ ধরা গুলো পড়ার অনুরোধ জানান। তিনি স্ব স্ব অবস্থান থেকে সবাইকে মানবাধিকার রক্ষা করার জন্য অনুরোধ জানান। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন রাজনীতিবিদ মো: আনিসুল ইসলাম, শহীদুল ইসলাম, মো: হাবিবুর রহমান প্রমুখ। কোস্ট ট্রাস্ট এর পক্ষে উপস্থিত ছিলেন নির্মল পাল, তৌহিদুল আলম, নুর মোহাম্মদ, রমিজ উদ্দিন, জিয়াউল করিম চৌধুরী, কামাল হোসেন এবং স্থানীয় এনজিও হেলপ কক্সবাজরের তিনজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ছাত্র/ছাত্রীদের নিকট মানবাধিকার সংক্রান্ত পুস্তিকা বিতরণ করা হয় এবং একটি প্রতিযোগীতার আয়োজন করা হয় মানবাধিকারের ধারার মূল বিষয় গুলোর উপর। সর্বোচ্চ সংখ্যক মানবাধিকারের ধারা বলতে পারায় প্রথম স্থান অধিকার করেন অত্র স্কুলের ছাত্রী সানিয়া জাহান রিমা ২য় স্থান অধিকার করেন মাইশা মস্তুরা মহিমা এবং ৩য় স্থান অধিকার করেন মোস্তাকিন জান্নাত। উপস্থিত অতিথিরা উক্ত ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সবশেষে সভার সভাপতি অত্র স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজীর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। পুরো সভাটি পরিচালনা করেন কোস্ট ট্রাস্টের ইউনিসেফ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস।
Photos

Newspaper:

- Advertisment -

Most Popular

Recent Comments